ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজিকে ওয়েঙ্গারের না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পিএসজিকে ওয়েঙ্গারের না পিএসজিকে ওয়েঙ্গারের না।

ঢাক‍া: ম্যানেজার হিসেবে তাকে দলে পেতে বেশ কিছু দিন যাবত চেষ্টা করে ‍আসছে ফরাসি ক্লাব পিএসজি। তবে তাঁরা চেষ্টা করলেও জবাবে হ্যাঁ, কিংবা না, কিছুই বলেননি এই ফ্রেঞ্চম্যান।

কিন্তু এভাবে তাদের ঝুলিয়ে রাখ‍াটাকেও হয়তো সমিচীন মনে করেননি আর্সেন ওয়েঙ্গার। তাই স্বদেশী ক্লাবটিকে সাফ না বলে দিলেন।

মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিবৃতিতে জানানো হয়. ওয়েঙ্গারের সঙ্গে দুই বছরের চুক্তির যে পরিকল্পনা পিএসজি করেছিল সেটা তিনি না বলে দেয়ায় তাদের সেই পরিকল্পনা রীতিমত ভেস্তে গিয়েছে।

এমিরেটসে স্টেডিয়ামে সময়টা অবশ্য খুব ভাল যাচ্ছে না আর্সেন ওয়াঙ্গোরের। গত সপ্তাহে ওয়েস্ট ব্রুমের কাছে গানারদের  ৩-১ গোলে হ‍ারের পর এখনও তাঁর বিরুদ্ধে চলছে আর্সেনাল সমর্থকদের প্রতিবাদ।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।