ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

ভিনির লাল কার্ড পাওয়ার ম্যাচ জিতে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
ভিনির লাল কার্ড পাওয়ার ম্যাচ জিতে শীর্ষে রিয়াল প্রতিপক্ষ গোলকিপারকে আঘাত করে লাল কার্ড দেখেছেন ভিনি/সংগৃহীত ছবি

প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়া, এরপর জুড বেলিংহামের পেনাল্টি মিস এবং শেষদিকে ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড দেখে রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়া- এমন নাটকীয়তায় ভরা ম্যাচ শেষ পর্যন্ত জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২ নভেম্বর।

কিন্তু ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভ্যালেন্সিয়া অঞ্চলে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। নতুন সূচি অনুযায়ী গড়ানো ম্যাচে রিয়াল জিতেছে ২-১ গোলে। উত্তেজনায় ভরা ম্যাচের ২৭তম মিনিটে হুগো দারোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।  

৫৫তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ১৮ গজ বক্সে ফাউলের শিকার হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।

৭৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার গোলকিপারের মাথার পেছনে ধাক্কা মারেন ভিনি। পরে ভিএআর দেখে ভিনিকে লাল কার্ড দেখান রেফারি। তবে কার্ড দেখে আরও উত্তেজিত হয়ে উঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারির দিকে তেড়ে যান তিনি। এসময় তাকে টেনে মাঠের বাইরে নিয়ে যান তার সতীর্থরা।  

ভিনি মাঠ ছাড়ার পর রিয়ালের খেলায় ছন্দপতন হওয়ার কথা থাকলেও হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের মিনিট পাঁচেক আগে সমতায় ফেরান লুকা মদ্রিচ। বেলিংহামের পাস ধরে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার। এরপর যোগ করা সময়ে ভ্যালেন্সিয়ার রক্ষণের ভুলে বল পেয়ে জালে জড়িয়ে গোলের দেখা পান বেলিংহাম নিজেও। ওই গোলই পরে ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।  

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় আতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসরা এগিয়ে আছে দুই পয়েন্টের ব্যবধানে। তবে আতলেতিকো এক ম্যাচ কম খেলেছে। ১৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৩। তিনে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।