ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জ ফরোয়ার্ডের একাই ৬ গোল, প্রিমিয়ার লিগে ১৭ বছর পর

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
রহমতগঞ্জ ফরোয়ার্ডের একাই ৬ গোল, প্রিমিয়ার লিগে ১৭ বছর পর ম্যাচসেরার পুরস্কার হাতে বোয়াটেং। ছবি: বাফুফে

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আলো ছড়াচ্ছেন নাবিব নেওয়াজ জীবন। তবে তাকে ছাপিয়ে আজ সব আলো যেন কেড়ে নিলেন স্যামুয়েল বোয়াটেং।

তার বিধ্বংসী পারফরম্যান্সে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দলের হয়ে একাই ৬ গোল করেছেন বোয়াটেং।

১৭ বছর পর প্রিমিয়ার লিগে এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের নজির গড়লেন কোনো ফুটবলার। সবশেষ এমনটা দেখা গেছে ২০০৭ সালে। সেবার রহমতগঞ্জের বিপক্ষে ছয়বার জাল কাঁপান মোহামেডানের পল নোয়াচুকু। সেই ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল সাদা-কালোরা।

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে বোয়াটেং দুই অর্ধেই হ্যাটট্রিক করেন। ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথার শটে প্রথম গোল করেন ঘানাইয়ান ফরোয়ার্ড। এরপর ৩৭ ও ৪৪ মিনিটে হ্যাটট্রিকের খাতায় নাম লেখান তিনি। দ্বিতীয়ার্ধে তার গোলগুলো আসে ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে।

এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের ফলে প্রিমিয়ার লিগে ১০ গোল করে এক লাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বোয়াটেং। ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে ৬ গোল নিয়ে নেমে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।

এদিকে প্রিমিয়ার লিগে এক ম্যাচে পাঁচ গোল আছে পাঁচজনের। গত বছর পাঁচ গোল করেন মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। তার আগে ২০১৪ সালে শেখ রাসেলের জার্সিতে মিঠুন চৌধুরী, ২০১০ সালে মোহামেডানের হয়ে জাহিদ হাসান এমিলি, ২০০৯ সালে ফরাশগঞ্জের হয়ে এনামুল হক এবং ২০১৬ সালে স্বাধীনতা কাপে বিজেএমসির জার্সিতে পাঁচ গোল করেন এলিটা কিংসলে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫ 
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।