ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ড ম্যাচ মিস করছেন ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ইংল্যান্ড ম্যাচ মিস করছেন ওজিল মেসুত ওজিল/ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিটকে গেছেন মেসুত ওজিল। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন অর্সেনাল তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। ইনজুরি সমস্যা রীতিমতো জার্মানির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মিডফিল্ডার ওজিল তো মাত্র একজন যিনি ইংল্যান্ড ম্যাচ মিস করবেন। তরুণ উইঙ্গার জুলিয়ান ড্রাক্সলার ও ফরোয়ার্ড মারিও গোমেজও খেলতে পারছেন না।

 ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে পারেননি ২৮ বছর বয়সী ওজিল। সবশেষ ওয়েস্ট ব্রমের বিপক্ষে (১৮ মার্চ) ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে আর্সেনাল স্কোয়াডে ছিলেন না তিনি।

ওজিলের মতোই হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠতে লড়ছেন পিএসজির হয়ে খেলা ড্রাক্সলার। কুঁচকির সমস্যায় স্কোয়াডে নেই গোমেজ। অন্যদিকে, ইংল্যান্ড স্কোয়াডে কোনো ইনজুরির খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ মার্চ) হোম ভেন্যুতে ইংলিশদের আতিথ্য দেবে জার্মানরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।