ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

রেকর্ড নবমবার বর্ষসেরা পিটার চেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
রেকর্ড নবমবার বর্ষসেরা পিটার চেক পিটার চেক-ছবি:সংগৃহীত

চেক প্রজাতন্ত্রের রেকর্ড নবমবার বর্ষসেরা ফুটবলারের খেতাব ‘চেক প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতলেন আর্সেনাল গোলরক্ষক পিটার চেক। যা দেশটির ফুটবল ইতিহাসে প্রথম কোনো তারকা হিসেবে এমন নজির।

চেক প্রজাতন্ত্রের শহর প্রাগে এক অনুষ্ঠানে ভোটের মাধ্যমে বিজয়ী হন তিনি।

গত ইউরো ২০১৬’র পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন চেক।

জাতীয় দলের হয়ে অভিজ্ঞ এ তারকা মোট ১২৪টি ম্যাচ খেলেছেন।

বর্ষসেরা হতে চেক পেছনে ফেলেন হার্থা বার্লিনের ফুটবলার ভ্লাদিমির দারিদা ও চাইনিজ ক্লাবে খেলা বোরেক ডোকালকে। খেলোয়াড়, কোচ, ফুটবল কর্মকর্তা ও সাংবাদিকদের ভোটে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়।

চেক জাতীয় দলের গোলবার ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত সামলেছেন। তবে ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে সফল ছিলেন ইংলিশ ক্লাব চেলসিতে। ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ৩৩৩টি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালের স্টপার হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।