ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসির নিষেধাজ্ঞায় নির্ভার বার্সা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
মেসির নিষেধাজ্ঞায় নির্ভার বার্সা! মেসির নিষেধাজ্ঞায় নির্ভার বার্সা!/ছবি: সংগৃহীত

লা লিগায় মৌসুমের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি। মিস করবেন গ্রানাডার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ন্যু ক্যাম্পে। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানধারী সেভিয়া। তাইতো বলাই যায়, মেসির নিসেধাজ্ঞায় নির্ভার বার্সা!

কারণ হিসেবে বলতে পারেন, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে হলুদ কার্ড না দেখলে একটা অস্বস্তি নিয়েই মেসিকে গ্রানাডার মাঠে নামতে হতো। বলা হচ্ছে, সঠিক সময়েই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বার্সার প্রাণভোমরা।

হোম ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল (৪৫ ও ৫২ মিনিট) উদযাপন করেন মেসি। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। ৮৬ মিনিটের মাথায় এ মৌসুমের পঞ্চম হলুদ কার্ডের দেখা পান আর্জেন্টাইন আইকন।

আগামী রোববার (২ এপ্রিল) স্বাগতিক গ্রানাডার মুখোমুখি হবে মেসিবিহীন বার্সা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। তিনদিন পর সেভিয়া ম্যাচ ((বুধবার রাত সাড়ে ১১টায়)।

এর আগে দেপোর্তিভো লা করুণা, অ্যাতিলেতিকো মাদ্রিদ, সেভিয়া ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন মেসি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।