ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপশাখার উদ্বোধন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওসমান আলী সাতারকুল বাজার উপশাখাটির উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসিজিবিডি এর প্রধান আব্দুল মোতালেব, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, শরীয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মূরাকীব মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, উত্তর বাড্ডা শাখার ব্যবস্থাপক আবদুল মোমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীয়াহ ভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক। এ ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাংকিংসেবা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতারকুল বাজারে ৫০তম উপশাখাটি খোলা হলো। তিনি আশা করেন, গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সব ব্যাংকিং সেবা এ উপশাখার মাধ্যমেই নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।