ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হঠাৎ দ্বিগুণ গ্যাসের দাম, ব্যবসায়ীদের হতাশা যৌক্তিক: শেখ বশিরউদ্দীন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
হঠাৎ দ্বিগুণ গ্যাসের দাম, ব্যবসায়ীদের হতাশা যৌক্তিক: শেখ বশিরউদ্দীন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ঢাকা: প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এতে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ীরা।

এ হতাশা যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।  

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গ্যাপ এক্সপো-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশের (জিটিবি ২৫) ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৪-এর ১৪তম সংস্করণের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।  

শেখ বশিরউদ্দিন বলেন, যদি এত বেশি দাম বাড়ানো হয় তবে ব্যবসায়ীদের হতাশ হওয়াটা যৌক্তিক। কিন্তু হতাশ হওয়ার আগে, আমি মনে করি, বিগত সরকার ও এ সরকারের মধ্যে একটি পার্থক্য রয়েছে। ওই সরকার বলেছে, এটা হবে, সেটাই হয়েছে এত দিন। এখন তেমন হবে না। পেট্রোবাংলা প্রস্তাব করেছে আর সেটা চিন্তাভাবনা, আলোচনা না করে কার্যকর হবে, সেটা নয়। আপনারা এ বিষয় নিয়ে বসুন, নিজেদের মধ্যে আলোচনা করে একটি ন্যায্য প্রস্তাবনা দিন। দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করুন। যেটা যৌক্তিক সেটাই হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।