ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের গাড়ি। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগরের বাইজিদ এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।  

জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগাদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহনকারী সাদা পাজারো গাড়িতে শহরে যাচ্ছিলেন।

দুপুর আড়াইটার দিকে নগরের বাইজিদ এলাকার লিংক রোডে পৌঁছাতেই একটি ট্রাক গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।  

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যকে অন্য একটি গাড়িতে ক্যাম্পাসে ফেরেন।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।