ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুছা

চট্টগ্রাম: চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুছা কর আইনজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা সেগুনবাগিচার কর আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিভাবে এই সিন্ধান্ত গৃহীত হয়।

অ্যাডভোকেট মো. মুছা বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, চট্টগ্রাম পেশাজীবি পরিষদের আহ্বায়ক, সিডিএ বোর্ড সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন।

তারা জানান, একজন নির্লোভ, ত্যাগী সংগঠক ও জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মোহাম্মদ মুছা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অ্যাডভোকেট মো. মুছা বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, বিটিএলএ ঢাকার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।