ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রুবেলের হাত ধরেই এলো প্রথম সাফল্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
রুবেলের হাত ধরেই  এলো প্রথম সাফল্য পেসার রুবেল হোসেন

ঢাকা: বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চিয়তা ছিল তার, ব্যক্তিগত সম্পর্কের কারণে তৈরী হওয়া জটিলতা গড়িয়েছে আদালত পর্যন্ত, কারাগারেও যেতে হয়েছিল তাকে, অভিযোগ মাথায় নিয়েই মিশন শুরু করেছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন।  
 
কিন্তু বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে  নিজের প্রথম ওভারেই দেখালেন ঝলক।

২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানের সরফরাজ আহমেদকে নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারেই  প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন রুবেল হোসেন।
 
অন্যদিকে আরেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদের উইকেট তুলে নিয়ে  আরেকটি ব্রেকথ্রু এনে দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে পাকিস্তানের রান দুই উইকেটে ৩২ রান।
 
 
২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে  ডেব্যু হয়েছিল  রুবেলের।   ৫৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৬৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরেই ২০১৪ সালে হ্যাটট্রিক সহ ২৬ রানে নিয়েছিলেন ছয় উইকেট।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।