সাদা বলের ক্রিকেটে কখনোই তেমন নামডাক ছিল না সাইফ হাসানের। তার অবশ্য দাবি, রঙিন পোশাকেও পারফরম্যান্স করেছেন সুযোগ পেলেই।
তবে এবার রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন সাইফ। ৪ ইনিংসে ১৮৬ রান করে এখন অবধি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সোমবারও ৪৯ বলে ৮০ রান করে সিলেট স্ট্রাইকার্সকে জয় এনে দিয়েছেন। এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন সাইফ।
বিপিএলের আগে কোন পরিকল্পনা ছিল কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই পরিকল্পনা ছিল। আমি সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করেছি। স্যার অনেক ব্যাক করেছে এবং দলের অনেকে ব্যাক করেছে। ’
‘সাদা বলে খারাপ পারফরম্যান্স আমি দেখি না। আমি তো আল্লাহ রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখন সুযোগ পেয়েছি, ভালো করেছি। বিপিএলে যখন সুযোগ পেয়েছি...এবার রংপুর রাইডার্স যেহেতু আমার ওপর বিশ্বাস রেখেছে, ওদের ঘরোয়া লিগে ভালো খেলেছি। এমন না যে আমি খারাপ করে এসেছি, আমি যখনই সুযোগ পেয়েছি ভালো খেলার চেষ্টা করেছি। ’
শুরুতে ব্যাট করে সিলেট দিয়েছিল বেশ বড় লক্ষ্যই। ২০৬ রান তাড়া করতে নেমে এক ওভার আগেই জয় পায় রংপুর। ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েন সাইফ ও অ্যালেক্স হেলস। কী ধরনের পরিকল্পনা নিয়ে ব্যাট করছিলেন তারা?
সাইফ বলেন, ‘তেমন কিছু না। উইকেট ভালো ছিল। যাওয়ার পর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি ধীরে ধীরে খুব ভালো হয়েছে। কিন্তু প্রথমে যাওয়ার পর টাইম নেওয়ার চেষ্টা করছি যেহেতু উইকেট ভালো। আলহামদুল্লিলাহ দুইটা ম্যাচ দলের জন্য অবদান রাখতে পেরেছি। ’
‘আমাদের পরিকল্পনা ওইটা ছিল উইকেট যেহেতু ভালো আর বাউন্ডারি এই রকমই থাকে। শেষে যখন এনসিএলে খেলছি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, তারপর আগে যখন খেলছি বাউন্ডারি এই রকমই থাকে। যেহেতু উইকেট ভালো ছিল দলের পরিকল্পনা এটাই ছিল যে যত ওভার পারা যায় নিজেকে সেট করা। ’
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ