ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা

এক বছরের বেশি সময় পর গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফেরেন জাহানারা আলম। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন তিনি।

কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে নেই তার নাম। তা অনেকটা অবাক করার মতোই!

এবার জানা গেল, মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে দুই মাসের বিরতি নিয়েছেন জাহানারা। ডানহাতি এই পেসারের বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারী উইংয়ের ইনচার্জ হাবিবুল বাশার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বাশার বলেন, ‘সে আমাদের একটি চিঠি দিয়েছে, যেখানে মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত না থাকার কথা জানিয়েছে সে এবং ক্রিকেট থেকে দুই মাসের বিরতি নিতে চায়। এমনকি যদি দরকার হয়, তাহলে কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদ দিতে বলেছে সে। মূলত সবকিছু থেকে কিছু সময়ের জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। ’

‘আমাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। কারণ কেউ যদি মনে করে সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং কিছু দিনের জন্য বিরতি নিতে, আমাদের সেটা মানতে হবে। তার এই বিরতির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যখন সে ভালো বোধ করবে, সে আমাদের জানাবে। ’

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি একটিও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পা রাখবে বাংলাদেশ দল। এনিয়ে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগ্রেসরা। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। ২৭, ২৯ ও ৩১  জানুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।