ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিল রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিল রাজশাহী

আসরের প্রথম ম্যাচেই দেখা হয়েছিল দুই দলের। সেবার আগে ব্যাট করতে নেমে ২০০ ছুঁই ছুঁই সংগ্রহ করে দুর্বার রাজশাহী।

কিন্তু এবার এর ধারে কাছেও যেতে পারেনি তারা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ফরচুন বরিশালকে লক্ষ্য দিয়েছে ১৬৯ রানের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে ৩০ রান পায় রাজশাহী। চতুর্থ ওভারে মোহাম্মদ হারিসকে (২২) ফিরিয়ে এই জুটি ভাঙেন তানভীর আহমেদ। দ্বিতীয় উইকেটে জিসান আলমের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক এনামুল হক বিজয়। বড় সংগ্রহের ইঙ্গিত দিতে থাকেন তারা।

তবে বরিশালকে ব্রেকথ্রু এনে দেন ফাহিম আশরাফ। পাকিস্তানি এই অলরাউন্ডারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জিসান। ২৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেন তিনি।

পরে ইয়াসির আলীর সঙ্গে জুটি বেঁধে রানের চাকা সচল রাখেন বিজয়। কিন্তু ইয়াসিরকেও ফিরতে হয় চল্লিশের আগেই। শাহিন আফ্রিদির এলবিডব্লিউর ফাঁদে পা দেওয়া এই ব্যাটার ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩৭ রান। অন্যদিকে শাহিনের বলেই বোল্ড হন বিজয়। ৩৫ বলে ৫ চার মারলেও ৩৯ রানের বেশি করতে পারেননি তিনি।

শেষ দিকে রায়ান বার্ল ১১ বলে ১০ ও আকবর আলী ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। শাহিন ৪ ওভারে ২ উইকেট নিয়ে খরচ করেন ২০ রান।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।