ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা মেট্টোর সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ঢাকা মেট্টোর সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান

ফতুল্লা থেকে: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৮ রান তুলেছে ঢাকা মেট্টো। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার সাদমান ইসলামের অপরাজিত সেঞ্চুরিতে (১১৮) এ রান তোলে ঢাকা মেট্টো।



প্রথম শ্রেনির ক্রিকেটে এটিই  সাদমান ইসলামের প্রথম সেঞ্চুরি। ২২১ বলে ২০টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ন করেন সাদমান। শেষ পর্যন্ত ২৬৪ বলে ২২টি চারে ১১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন এ তরুণ ক্রিকেটার।

সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে মার্শাল আইয়ুবের দল। দিনের প্রথম ওভারেই মেহেদি মারুফের (০) উইকেট হারায় মেট্টো। এরপর সাদমান ইসলামকে নিয়ে দলের প্রথম ইনিংস সাজানোর দায়িত্ব নেন শামসুর রহমান।

শামসুর রহমান ৪৭ রান করে আউট হলে মার্শাল আইয়ুব জুটি বাঁধেন সাদমানের সঙ্গে। দলীয় ১৮৫ রানে ৫৬ রান করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে মিড অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্শাল।

এরপর মেহরাব হোসেন (জুনিয়র) জুটি বাঁধেন সাদমানের সঙ্গে। ৩৩ বলে ৯ রান করে দিনের শেষ ভাগে আল আমিনের বলে আউট হন মেহরাব হোসেন।

স্পিনার নাসুম আহমেদ নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।