ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেন থেকে সিডনিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ব্রিসবেন থেকে সিডনিতে টাইগাররা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন সিডনিতে। গতকাল রাতে সম্পূর্ণ নিরাপদে ব্রিসবেন থেকে সিডনিতে পৌঁছায় মাশরাফি-সাকিব-মুশফিকরা।

এর আগে ব্রিসবেনে প্রায় দু’সপ্তাহ যাবৎ অনুশীলনে ব্যস্ত সময় পার করে টাইগাররা।

আগামীকাল ওয়েস্টার্ন সিডনির ব্ল্যাকটাউন মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। ফেব্রুয়ারির ১২ তারিখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ‍আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল।

এর আগে ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে দু’টি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। প্রথমটিতে পাঁচ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ছয় ‍উইকেটে হেরে যায় বাংলাদেশ।

‌উল্লেখ্য, ফেব্রুয়ারির ১৮ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।