ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে আজমলকে নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বিশ্বকাপে আজমলকে নিয়ে সংশয়

ঢাকা: আইসিসি-র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। এরপর থেকেই পাকিস্তানি ভক্ত-সমর্থকরা আশা করতে থাকেন বিশ্বকাপের মঞ্চে আজমলকে দেখা যাবে বল হাতে।

কিন্তু বোলিং অ্যাকশন শুধরে ফেললেও আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হয়ে বল হাতে দেখা যাবে না আজমলকে।

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক জানিয়েছেন, আজমল বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাকে নিয়ে আমি বিশ্বকাপের মঞ্চে আশাবাদি নই। আমি নিশ্চিত নই বিশ্বকাপে আজমলকে টিম ম্যানেজমেন্ট দলে ফেরাবে কি না।

৩৭ বছর বয়সী আজমল পাকিস্তানের ঘোষিত ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকলেও, চূড়ান্ত তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু বিশ্বকাপের এক সপ্তাহ আগে আজমলকে বোলিংয়ের ছাড়পত্র দেওয়া হয়।

এ প্রসঙ্গে মিসবাহ বলেন, আজমল প্রতিদিন প্রচুর পরিমাণে বল করে যাচ্ছে। কিন্তু একটি সমস্যা হল, সে অনেক দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। এখন বাকি ব্যাপারটি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আর ইতোমধ্যেই আমাদের চূড়ান্ত দল ঘোষিত হয়ে গেছে। এখন আমরা সেভাবেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।