ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের আহতদের দেখতে হাসপাতালে ভিপি নুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ২৯, ২০২২
ছাত্রদলের আহতদের দেখতে হাসপাতালে ভিপি নুর

ঢাকা: গত ২৪ ও ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

রোববার (২৯ মে) সন্ধ্যায় মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে যান নুরুল হক নুর।

এ সময় তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি ছাত্রদলের আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন।

আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে নুর বলেন, ছাত্রলীগকে সরকার দৈত্য-দানবে পরিণত করেছে। এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি আজ দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে।

মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে নুর বলেন, গণমাধ্যমে হামলাকারী ছাত্রলীগ নেতাদের পরিচয় প্রকাশিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা করেছে। পুলিশের উপস্থিতিতে হাইকোর্টে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে। যা অত্যন্ত নিন্দনীয়।
 
হামলাকারী ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি নুর।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।