ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২৯, ২০২২
ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

রোববার (২৯ মে) সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইলে একটি হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতাদের দেখতে যান তিনি।



বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জোনায়েদ সাকি আহত ছাত্রনেতাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন।

এ সময় জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতাবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে। একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহ-সভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথীসহ নেতারা।

কাকরাইল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত ছাত্রদল নেতা ইজাবুল ইসলাম, তন্বী মল্লিক, জান্নাতুল ফেরদৌস, ইমরান হোসেন প্রমুখ।

নুরুল হক নূর যাবেন সমরিতা হাসপাতালে শায়রুল কবির জানান, ঢাবিতে আহত ছাত্রদল নেতাদের মধ্যে যারা রাজধানীর সমরিতা হাসপাতালে ভর্তি আছেন তাদের দেখতে যাবেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার (২৯ মে) বিকেলে তার সেখানে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।