ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

ঢাকা: যুবদলের সভাপতি সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদল।

শনিবার (২৮ মে) বিকেলে বাঘারপাড়া উপজেলা যুবদলের সভাপতি একলাস হোসেন ও সাধারণ সম্পাদক বিলাল হোসেন এবং সহ-সভাপতি হীরু আহমেদ ও বাবুলের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি বাঘারপাড়া বাজার প্রদিক্ষণ করে।

 মিছিল শেষে যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নেতারা বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলেপতন ঘটিয়ে এ দেশে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শহীদ জিয়াউর রহমানের আদর্শের এবং ১৯ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।