ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ সরকারের আমলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
আ’লীগ সরকারের আমলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

ভোলা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নপূরণ করছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ব্যাপক উন্নয়নে বিশ্বে জাগরণ সৃস্টি হয়েছে। যোগাযোগ স্বাস্থ্য, শিক্ষার উন্নয়নে রোল মডেল।

শনিবার (২৮ মে) ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী ট্যানেলসহ মেগা উন্নয়নের কারণে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। এসব কারণে এখন তারা আবোল তাবোল কথাবার্তা বকছে। মানুষ তাদের ধিক্কার দিচ্ছে। সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদের  সন্ত্রাস, নৌরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগসহ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন ও পৌর মেয়র মো. মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।