ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার (২৭ মে) সকাল দশটার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, আমিরুজ্জামান খান শিমুল, শামীমুর রহমান শামীম, আব্দুস সাত্তার পাটোয়ারী,  আমিনুল ইসলাম, আরিফা সুলতানা রুমা, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মোরতাজুল করিম বাদরু, মামুন হাসান, মহানগর দক্ষিণ বিএনপির নবী উল্লা নবী, মহিলা দলের হেলেন জেরিন খান, ওলামা দলের মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

এর আগে, সকাল ৯টা হতে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ ঘিরে পুলিশের কড়া নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।