ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
নারায়ণগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় মশাল মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিলে জেলা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মশাল নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহতের ঘোষণা দেন তারা।

এ ছাড়াও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।