ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাম জোট থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ২৫, ২০২২
বাম জোট থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত

ঢাকা: দেশের বাম গণতান্ত্রিক জোটের দুই শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বাম গণতান্ত্রিক জোটের অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই দুই দলের সদস্যপদ স্থগিত করা হয়।

জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার এই বিষয়ে বলেন, আজকে আমাদের বাম গণতান্ত্রিক জোটের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিও উপস্থিত ছিলেন।  

বৈঠকে তারা জানিয়েছন, এ জোটে তারা আর থাকতে পারছেন না। এই কারণে বাম জোট থেকে এই দুই দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ৭টি সংগঠন মিলে গণতন্ত্র মঞ্চ নামের একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই জোটের সঙ্গে যুক্ত থাকার কারণে বাম গণতান্ত্রিক জোট থেকে সাইফুল হক ও সাকির দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মে ২৫, ২০২২
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।