ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই চলছে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে সকালে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এর পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থান নেয়। সেখানে আগের থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করে। ইট নিক্ষেপ করে। ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা ইট নিক্ষেপ করে। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা সরে যায়।

আরও পড়ুন: শহীদ মিনার এলাকায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ২৫

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।