ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২৩, ২০২২
খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ-সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ - ছবি: ডি এইচ বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সোমবার (২৩ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন ।

সমাবেশে এরই মধ্যে উপস্থিত হয়েছেন, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, আমান উল্লাহ আমান,  নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, প্রকৌশলী ইশরাক হোসেন, ফখরুল ইসলাম রবিন, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, মোরতাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, আমিরুল ইসলাম আলীম, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, গোলাম মাওলা শাহীন, শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।