ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কর্মসূচির জেরে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মে ২৩, ২০২২
কর্মসূচির জেরে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কর্মসূচি জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা

রোববার (২২মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়।

সন্ধ্যার পর তারা টিএসসিতে মহড়া দেয়। মিছিল করে। এরপরে ছাত্রদলের নেতাকর্মীদের পাওয়া মাত্র হামলা করে। এতে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী আতিক মুর্শেদ আহত হন।

হামলার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। হেলমেট লাঠি দিয়ে আঘাত করেছে। আতিক মোর্শেদ গুরুতর আহত হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করব।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।