ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিরোধীদলীয় নেতার পক্ষে সিলেটে ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ২২, ২০২২
বিরোধীদলীয় নেতার পক্ষে সিলেটে ত্রাণ বিতরণ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে সিলেটের বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।  

রোববার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোববার বিরোধীদলীয় নেতার পক্ষে দুর্গত এলাকায় জাতীয় পার্টির নেতারা ত্রাণ বিতরণ করেন। পানিবন্দি মানুষের মধ্যে চিড়া,গুড়,ওষুধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে এক বিবৃতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সিলেট ও সুনামগঞ্জে এক সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সেই বন্যা আরও বিস্তৃত হয়েছে। কয়েকদিন ধরে চলমান বন্যায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এ পরিস্থিততে তিনি আবারও বানভাসি মানুষের সহায়তার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীসহ বিত্তবানদের উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।   

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, মে ২২, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।