ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাকিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২২, ২০২২
সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের
সভাপতি আব্দুল হাকিম  আব্দুল হাকিম ও নুরুল ইসলাম সজল (ডানে)

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হাকিম। আর নতুন এ কমিটিতে নুরুল ইসলাম সজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

রোববার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিতিত্তে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদেকর দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল এতোদিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২২ মে, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।