ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যাড. আবদুস সালামকে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ২২, ২০২২
অ্যাড. আবদুস সালামকে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায়  অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

রোববার (২২ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় নতুন দায়িত্ব প্রাপ্তি উপলক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ।

আরও শুভেচ্ছা জানান গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহবুব হোসেন হুমায়ুন, নাসির উদ্দিন বাচ্চু, আব্বাস উদ্দিন, আব্দুল আজিজ মাস্টার, দাউদপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম, চনপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী, লৌহজং বিএনপি নেতা  হাবিবুর রহমান চাকলাদার অপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা বাদল হাওলাদার,  মোক্তার হোসেন, অভি আহমেদ, গুলজার চেয়ারম্যান, প্রজন্ম ৭১-এর সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আহমেদ শাহীন প্রমুখ।

 বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ২২, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।