ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার শরীয়তপুর জেলা সভাপতির পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জাপার শরীয়তপুর জেলা সভাপতির পদত্যাগ অ্যাডভোকেট মাসুদুর রহমান

শরীয়তপুর: দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির শরীয়তপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান।

বুধবার (১২ জানুয়ারি) সকালে শরীয়তপুর জজকোর্ট এলাকায় সংলগ্ন নিজ ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

 

তিনি বলেন, আমি ১৭ বছর ধরে জাপা শরীয়তপুর জেলা কমিটির সভাপতি। ছয় বছর কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি ২০১৮ সালে ব্রেইন স্ট্রোক করি। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চারটি ব্লক ধরা পড়ে। তাই শারীরিক অসুস্থতার কারণে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবো না বিধায় জাপার কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি পদ-পদ‌বি থে‌কে পদত্যাগ ক‌রলাম।

এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।