ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কবে দেশে ফিরছেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
কবে দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন প্রায় ১৬ বছর। সম্প্রতি তার দেশে ফেরার আলোচনা তৈরি হয়েছে।

২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকার ও পরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ৮৪টি মামলা হয় তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এসব মামলার সিংহভাগ নিষ্পত্তি হয়ে গেছে। বাকিগুলোও একই পথে। এ প্রেক্ষাপটে তারেক রহমান কবে দেশে ফিরছেন, সেই প্রহর গুনছেন তার দলের নেতা-কর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি খোলাসা করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। মামলা তার নিজস্ব গতিতে চলবে। অতএব, মামলার জন্য তার দেশে আসা না আসা কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের প্রায় প্রত্যেকটা মামলা বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনার সময়ে মানহানি মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৬টা মামলা খারিজ হয়ে গেছে। আর ১৮/১৯টার মতো মামলা আছে। ওনার (তারেক রহমান) দেশের আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ উনি যথাযথ সময়ে নেবেন।    

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকার কথিত অভিযানের নামে ব্যাপক ধরপাকড় করে। সেসময় গ্রেপ্তার করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের। ওই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে থাকাকালে তিনি প্রচণ্ড নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে লন্ডন চলে যান বিএনপির এই নেতা। তখন থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।