নীলফামারী: ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাজমুল হাসান সাগর এবং সেক্রেটারি হয়েছেন মো. রেজাউল করিম।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জলঢাকার আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে জেলা সভাপতি নির্বাচন করা হয়। এসময় নীলফামারী জেলা শিবিরের সব সাথী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর অঞ্চলের কেয়ারটেকার হাফেজ মিজবাউল করিম। তিনি বলেন, শপথের আলোকে সাংগঠনিক কাজ আনজাম দিতে হবে। পাশাপাশি জনশক্তি তৈরি করতে নীলফামারী জেলা শাখাকে একটি মডেল শাখা হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সাবেক জেলা সভাপতি মো. অপিয়ার রহমান, আহমেদ রায়হানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই