ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সালাহ্উদ্দিনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
সালাহ্উদ্দিনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল বসুন্ধরার অ্যাপোলো হাসপাতা‌লে সালাহ্উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

ঢাকা: নির্বাচনের দিন হামলায় গুরুতর আহত ঢাকা-৪ আসনে ধা‌নের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতা‌লে যান তিনি।

বিএন‌পির মহাস‌চিব অসুস্থ সালাহ্উদ্দিন আহমেদের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এসময় তার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

সালাহ্উদ্দিন আহমেদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সালাহ্উদ্দিন আহমেদ। তার প্র‌তিদ্বন্দ্বী ছি‌লেন মহা‌জোট থে‌কে ম‌নোনয়ন পাওয়া লাঙল প্রতীকের সৈয়দ আবু হোসেন বাবলা। ভোটের দিন সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষ নেতাকর্মীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।