ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
‘স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন নতুন করে দেশ গড়ার পালা’ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।  

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ‘অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর মেগা ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, শুধু মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না। মেধা দিয়ে দক্ষ ও পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে এভাবেই গড়ে তুলতে হবে।  

ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুল কাশেম প্রধান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রায়হান আহমেদ সহ-সভাপতি মৌলভীবাজার ডিএফএ, মাজহারুল মজিদ জেলা ক্রীড়া অফিসার, মুহিতুর রহমান হেলাল, জেলা ক্রীড়া সংস্থা, ওয়াসিম চৌধুরী সুমন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, দিদারুল ইসলাম সাবেক ফুটবলার জেলা দল, আবুল কালাম বেলাল সিনিয়র সহ-সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, মনোয়ার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রমুখ।

ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা থাকায় নির্ধারিত সময়ে টাইব্রেকার ম্যাচ গড়ায়, ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন আরও বলেন, আজ দীর্ঘ সাড়ে পনেরো বছর পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আমন্ত্রণে খেলা দেখতে আসলাম। খেলোয়াড় কল্যাণ সমিতি ও ভৈরবগঞ্জ ফুটবল একাদশ টিমের মধ্যে। উভয় দল চমৎকার খেলা প্রদর্শন করেছে। অচিরেই এই মাঠে শহীদ জিয়ার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যা হবে অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।