ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহবান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহবান

বিএনপিকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনমুখী হবে। দাবি-দাওয়া না করেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। দাবি করে সেটা পূরণ না হলে পরাজয় মেনেই নির্বাচনে আসতে হয়।

ঢাকা: বিএনপিকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনমুখী হবে। দাবি-দাওয়া না করেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।

দাবি করে সেটা পূরণ না হলে পরাজয় মেনেই নির্বাচনে আসতে হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং জাতীয় রপ্তানি ট্রফি ১৩-১৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। নিজেদের টাকায় পদ্মাসেতু হচ্ছে, গভীর সমুদ্রবন্দর হচ্ছে, নতুন নতুন রেললাইন হচ্ছে, টানেল হচ্ছে।

তিনি বলেন, আমরা কেবল নিজেদের চাহিদা পূরণের জন্য বছরে ৮৫ মিলিয়ন কেজি চা উৎপাদন করছি। কিন্তু আমরা চা রপ্তানি করি না। কারণ, আমাদের দেশের প্রায় ১৬ কোটি মানুষ চা পান করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।