ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে: ওয়াহাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে: ওয়াহাব বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন লোক বিএনপিতে প্রয়োজন নেই। বিগত লড়াই-সংগ্রামে যারা ছিল তারা আগামীদিনেও মাঠে থাকবে।

খুনি শেখ হাসিনার দোসরদের ঠাঁই বিএনপিতে হবে না। কাউকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া হবে না। দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ওয়াহাব আকন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খননসহ বহু উন্নয়নমূলক কর্মসূচি পালন করেছেন। সৌদি আরবের মরু অঞ্চলে নিমগাছ রোপণ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। তার নেতৃত্বেই জনশক্তি রপ্তানিতে নবদিগন্ত সূচিত হয়েছিল।

ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।  

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, সৈয়দ শরীফ, আ. রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, নারী দলের সভানেত্রী খালেদা আতিক প্রমুখ।

দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদল, শ্রমিক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

পরে দলীয় কার্যালয়ের সামনে পথচারী, শ্রমজীবী, রিকশাচালক ও অসহায় মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।