বরিশাল: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ বলেছেন, গত ১৫ বছরে সারের দাম বাড়ানো হয়েছিল কৃষকদের মারার জন্য, ডিজেলের দাম বাড়ানো হয়েছে কৃষকদের মারার জন্য। আমাদের কৃষি সরঞ্জামের দাম বাড়ানো হয়েছিল যাতে পার্শবর্তী দেশ ইন্ডিয়ার কৃষি সরঞ্জাম কিনতে মানুষ বাধ্য হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য প্রদান কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন ফুলকপি গরুকে খাওয়ানো হচ্ছে, মূলা গরুকে খাওয়ানো হচ্ছে অথচ একসময় এই ফূলকপি ৭০ টাকায় কিনতে হয়েছে। কৃষক যে ফুলকপি ৫ টাকায় বিক্রি করে তা ঢাকা শহরে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, তাহলে কৃষক যে সারাবছর কষ্ট করে উৎপাদন করলো তার তো লাভ হলো না। তাহলে ওই কৃষক পরের বছর তো ফুলকপি লাগাবে না।
তিনি বলেন, একটি লাউ বা ধান উৎপাদনের জন্য সারের দাম , ডিজেলের দাম আওয়ামী লীগের আমলের মতো যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে এই কৃষকরা আর বেঁচে থাকবে না।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে কৃষকদের উন্নয়ন ও কৃষি নির্ভর বাংলাদেশ পরিণত করার জন্য বলা হয়েছে। বেকার যুবক, নারীদের জন্য সেখানে বলা হয়েছে। এককথায় ৩১ দফায় সবকিছু রয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরমোনাই ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মো: রুবেল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ এম মহসীন আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি'র মহিলাদলের সভাপতি হনুফা বেগম ও সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমএস/এমএম