ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

পথচারীকে সাক্ষী রেখে বিএনপি কার্যালয়ে ইসির সংলাপের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পথচারীকে সাক্ষী রেখে বিএনপি কার্যালয়ে ইসির সংলাপের চিঠি বিএনপি কার্যালয়

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের আমন্ত্রণ নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন ইসির এক কর্মচারী। তবে চলমান অবরোধ কর্মসূচি ঘিরে দলটির কার্যালয় তালাবদ্ধ পান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর চিঠিটি পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিটি নিয়ে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন ইসির অফিস সহকারী মো. মহসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী (ডেসপাচ রাইডার) মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপি কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। এটি সংশ্লিষ্ট বিতরণ শাখার বিষয়।  

সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, নিয়ম হলো চিঠি নিয়ে অফিসে গিয়ে কাউকে না পেলে সেখানে একজন সাক্ষীর সামনে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া বা রেখে আসা। কে কী বলেছে, তা আমরা জানি না।  

চিঠিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। বৈঠকে দুইজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

২৮ অক্টোবর দুদলের কর্মসূচি ঘিরে সংঘাতময় পরিস্থিতির পর থেকেই তালাবদ্ধ বিএনপি কার্যালয়। চলমান অবরোধ কর্মসূচির কারণেও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
টিএ/ইইউডি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।