ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির ঝটিকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
সিলেটে বিএনপির ঝটিকা মিছিল

সিলেট: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর)। এদিন দুপুরে সিলেট নগরে ঝটিকা মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

৩০-৩৫ জনের মিছিলটি কাজিটুলা জামে মসজিদের সামনে আসে দুপুর ২টা ১০ মিনিটে। এরপর সেখানে পথসভায় ৩-৪ মিনিট বক্তব্য দেন বিএনপি নেতা কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।  

সংক্ষিপ্ত বক্তব্য শেষ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সকলকে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এর প্রায় ১৫ মিনিট পর মিছিলস্থলে আসে পুলিশ।  

এর আগে সকালে সিলেট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের করতে দেখা যায়।

সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মহাসড়কে আগুন ধরিয়ে লাঠিসোঁটা হাতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করলেও নগর ছিল শান্ত।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনেও সিলেট থেকে দূরপাল্লার যানবাহন চলছে না। কেবল হালকা যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেটের স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম।

মঙ্গলবার সিলেটে পুলিশের ধাওয়ায় এক যুবদল নেতা দুর্ঘটনায় পড়ে নিহত হওয়ার অভিযোগে বুধবার টানা ৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় যুবদল। এ হরতালে সমর্থন জানায় সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।