ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা কালেও দেশে যেভাবে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে তা বিশ্বের অনেক দেশও পারেনি। বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা মানুষের জীবন-জীবিকাকে সমন্বয় করে করোনার বিরুদ্ধে লড়াই করেছি। লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের মানুষের করোনা ভ্যাকসিন নিশ্চিতে ফ্রি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে করোনাকালে সরকারের স্বাস্থ্যবিধি মেনে শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব ঘুচিয়ে মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পেরেছে।

এফবিসিসিআই এর পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ও কোভিড হাসপাতালের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিজয় মেলা উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনিহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দু শতাধিক স্টল অংশ নিয়েছে।

‌বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।