ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
গাজীপুরে ৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুরের তারগাছ এলাকায় বাসের ধাক্কায় একটি কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা।

 

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।  

নিহত হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার মাইলবাড়িয়া এলাকার ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫৩)।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তারগাছ এলাকায় অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা তিনটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে উত্তেজিত শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। পরে  পুলিশের হস্তক্ষেপে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এক পর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী মুন্নাফ নিহত হন। এ সময় উত্তেজিত শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তারা  তিন থেকে চারটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ১০টা দিকে পরিস্থিতি স্বাভাবিক ও  যানবাহন চলাচল শুরু করে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।