ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্ত কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।

আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ এ কথা বলেন ।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের মানুষের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার বিষয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেবো। আমিও বলব যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার মোট ৩৫ জন শহীদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনরা বক্তব্য দেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী, জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এমএম মনিরুল ইসলামসহ অন্যান্যরা।  

সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম। এর আগে দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।