ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শ্রমজীবী পরিবারের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
রাজশাহীতে শ্রমজীবী পরিবারের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রাজশাহী: শ্রমজীবী পরিবারের শিশুদের নিয়ে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে নগরের তালাইমারি বাদুরতলা মাদরাসা মাঠে 'রঙ বন্ধু ২০২১' শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখা এর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ার, আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আব্দুর রহমান নবীন, রাজশাহী মহানগর শাখার সংগঠক জিন্নাত আরা সুমু প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের সুস্থ বিকাশের জন্য এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।