ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদাবরে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আদাবরে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর আদাবরে আব্দুল আল মুহিদ (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয়তলা ভবনে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটা আত্মহত্যা না দুর্ঘটনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে তিনি মারা যান।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদাবর মনসুরাবাদের একটি বাড়ির ছয় তলায় স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন মুহিদ। ঘটনার সময় স্ত্রী তার সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় তিনি একাই ছিলেন।  

এক পর্যায়ে ছয়তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। এখন আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।