ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তাহেরীর মাহফিল থেকে আক্রমণ, মাথা ফাটলো এসআইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
তাহেরীর মাহফিল থেকে আক্রমণ, মাথা ফাটলো এসআইয়ের আহত পুলিশ সদস্য বাবুল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ হয়েছে। এতে বাবুল নামে এক সাব-ইন্সপেক্টরের (এসআই) মাথা ফেটে গেছে।

তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই বাবুল জানান,  বিকেলে নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন তাহেরী। সেখানে গিয়ে আমিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে চলে আসি। এরই মধ্যে আমাদের ওপর হামলা হয়।  

মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।  

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।