ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টিকিট ছাড়া রেলস্টেশনে ঢোকার সুযোগ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
টিকিট ছাড়া রেলস্টেশনে ঢোকার সুযোগ নেই কমলাপুর রেলসস্টেশনে অপেক্ষামান যাত্রীরা | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া ঈদযাত্রার চতুর্থ দিনেও রেলের নিরবচ্ছিন্ন যাত্রীসেবা মিলছে। রেলওয়ে কর্তৃপক্ষের নেওয়া কঠোর নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও অতিরিক্ত ট্রেন পরিচালনার মাধ্যমে ঢাকার কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে চলছে সুশৃঙ্খল ঈদযাত্রা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস কিছুটা দেরিতে কমলাপুর ছেড়েছে।

যাত্রীদের রেলস্টেশনে প্রবেশের আগে তিন স্তরে তল্লাশি করা হচ্ছে। বাঁশের বেড়া দিয়ে তৈরি চারটি পৃথক লাইনে টিকিট যাচাই করে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

স্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার করতে র‍্যাব, পুলিশ, আনসার ও রেলওয়ের নিরাপত্তা বাহিনী টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও প্রবেশপথে নিয়োজিত রয়েছে। প্ল্যাটফর্মে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে যাত্রীদের দ্রুত ওঠানামায় সহায়তা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১২০টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এ ছাড়া লোকাল, কমিউটার ও মেইল ট্রেন স্বাভাবিকভাবে চলছে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নয়টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঈদে সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর থেকেই যাত্রা করেন। তাই স্টেশনে বিশেষ নজর দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ট্রেন সময়মতো ছাড়ায় এবং টিকিটবিহীন যাত্রী না থাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে।

তবে কিছু যাত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, শেষের দিকে ভিড় বাড়তে পারে।  কমলাপুর স্টেশনে যাত্রীরা এবারের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। ট্রেনের শিডিউল মেনে চলার বিষয়টি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষও আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সফল হবে।

সকালে চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেসের যাত্রী সোহাগ ভুইয়া জানান, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কি না, তা পুরো যাত্রার শেষে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত রেলওয়ের পরিকল্পনা ও যাত্রীসেবার মান ঠিক আছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।