ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৩, মার্চ ৩১, ২০২৫
ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

ঢাকা: প্রথমবারের মত ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত আদায় করা হয়।  

জামাতের মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।  

ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। মূল প্যান্ডেলে ১০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। প্যান্ডেলের বাহিরেও আরও কয়েকগুন মানুষ নামাজ আদায় করেন।

আগারগাঁও থেকে বন্ধুদের নিয়ে আগত হাসনাত আহমেদ বলেন, কয়েকদিন ধরেই এই জামাতের কথা শুনছি। জামাতের চাইতে ঈদ আনন্দ মিছিলে অংশ নিতে বেশি আগ্রহী।

এছাড়া, ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়।  

ঈদ জামাতের জন্য মাঠে ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলের বাইরেও আগতদের নামাজের সুবিধার্থে কার্পেট বিছানো ছিলো। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।  

মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো মাঠ সিসিটিভির আওতায় আনা হয়। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে  শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনীর সদস্য মাঠ জুড়ে অবস্থান নিয়ে রেখেছিলেন। তাদের সঙ্গে সহযোগিতা করছিলেন বিএনসিসি, স্কাউটের সদস্যরা। এছাড়া সেনা সদস্যরাও মাঠে পায়ে হেটে টহল দিচ্ছিলেন।  

ঈদের নামাজ শেষে সকাল ৯টায় পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল বের হবে। এটি আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।