ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা: মাগুরায় বেলনগর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতালের প্রকল্পের সমন্বয়ক মো. আশিকুর রহমান, বিডি ফাইনান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ।

বেলনগর গ্রামে রুমা খাতুন নামে একজন প্রসূতি মা বলেন, বেলনগর গ্রামে ঢাকা থেকে ডাক্তার এসে আমাদের ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ দিয়েছে। এতে আমরা খুশি। কারণ আর্থিক অসুবিধার কারণে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব না। গ্রামের প্রায় তিন শতাধিক রোগীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অসহায় মানুষ উপকার পেয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।