ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১ পিএম, এপ্রিল ৮, ২০২৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ওই উপজেলার খালিশপুর জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন- একই উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) ও মোংলা রায়ের ছেলে বিধান (১৭)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানায়, দুটি মোটরসাইকেলযোগে ছয়জন কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে জীবননগরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা এতথ্য নিশ্চিত করে জানান, দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ১০:২১ পিএম, এপ্রিল ৮, ২০২৫
Saidur
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।